Home » সুনামগঞ্জে আরও ২৫ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে আরও ২৫ জনের করোনা শনাক্ত

by newsking24


সুনামগঞ্জে নতুন করে আরও ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩২৯ জনে। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে আক্রান্ত হওয়া ২৫ জনের মধ্যে ২১ জনই জেলার ছাতক উপজেলার বাসিন্দা। অন্যদের মধ্যে জগন্নাথপুর উপজেলায় তিনজন ও তাহিরপুর উপজেলায় একজন রয়েছেন। এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ৮১ জন। আর করোনায় মারা গেছেন তিনজন।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে ঈদের পর নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এ পর্যন্ত ৪ হাজার ৭৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল পাওয়া গেছে ৩ হাজার ৯৭৯ জনের। আক্রান্ত হয়েছেন ৩২৯ জন। মারা গেছেন তিনজন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৪৫ জন। তবে আক্রান্ত ব্যক্তিদের অনেকেরই তেমন কোনো উপসর্গ নেই। এর মধ্যে যাঁদের হাসপাতালের করোনো আইসোলেশন ওয়ার্ডে আনা দরকার, তাঁদের এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সুনামগঞ্জ সদর উপজেলায় ৯৪, ছাতকে ৯৪, দোয়ারাবাজারে ২৭, দক্ষিণ সুনামগঞ্জে ১৫, তাহিরপুরে ১৭, বিশ্বম্ভরপুরে ১৪, জগন্নাথপুরে ২২, শাল্লায় ১১, ধর্মপাশায় ১৭, জামালগঞ্জে ১৩ ও দিরাই উপজেলায় ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

Source link

Related Articles

Leave a Reply

Select Language »
%d bloggers like this: